ঠাকুরগাঁওয়ে মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:০৪

ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্র ও জনসাধারণ।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের আয়োজনে চৌরাস্তার মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, রংপুর বিভাগে প্রস্তাবিত তিনটি মৈত্রী হাসপাতালের একটি ঠাকুরগাঁওয়ে স্থাপন করা জরুরি। রংপুর, নীলফামারী ও দিনাজপুরে এরই মধ্যে মেডিকেল কলেজ ও ইপিজেড গড়ে উঠলেও ঠাকুরগাঁও পিছিয়ে আছে।
তাঁরা জানান, ঠাকুরগাঁওয়ে হাসপাতাল স্থাপন করা হলে পঞ্চগড় ও দিনাজপুরের একাংশসহ প্রায় ৪০ লাখ মানুষ উপকৃত হবেন। পাশের দেশ ভুটান, সিকিম ও চীনের নাগরিকরাও এ সুবিধা পেতে পারেন।
এসময় বক্তব্য দেন উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন, জামায়াতের জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন, সমাজকর্মী মাসুদ আহম্মেদ সুবর্ণ প্রমুখ।
আবু সালেহ/এআরএস