Logo

সারাদেশ

ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:১৬

ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

ছয় দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের চারটি গুরুত্বপূর্ণ প্রান্তে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে চারটি সড়ক সম্পূর্ণরূপে অবরোধ করেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুর ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে প্লেকার্ড ও ব্যানার হাতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে বিভিন্ন স্লোগানে ছয় দফা দাবি তুলে ধরেন তারা। এ সময় ময়মনসিংহের বেসরকারি আরও চারটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিলে হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি হওয়ার সুযোগ বাতিল করতে হবে। চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাস শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে চাকরির নিশ্চয়তা দিতে হবে। দ্রুত দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এদিকে বাইপাস মোড়ে অবস্থান নেওয়ার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, চরপাড়া সড়ক, মুক্তাগাছা সড়ক ও ব্রিজ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন।

নাজমুস সাকিব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর