সিলেটে ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:১৭
-67ff75b35e10e.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ছয় দফা দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডিপুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
পরে পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে অবরোধ তুলে নেন তারা। এ সময় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে :
- হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি স্থগিত ও বিতর্কিত নিয়োগ বাতিল
- উন্নতমানের চার বছর মেয়াদি কারিকুলাম চালু ও ইংরেজি মাধ্যমে পাঠদান
- ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের জন্য উপ-সহকারী প্রকৌশলী পদ সংরক্ষণ
- কারিগরি শিক্ষা সেক্টরে অবৈধ জনবল নিয়োগ বন্ধ ও শুন্যপদে নিয়োগ
- স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ ও শিক্ষা সংস্কার কমিশন গঠন
- টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি সুবিধা
আন্দোলনকারীরা বলেন, এ আন্দোলনের উদ্দেশ্য কারিগরি শিক্ষা সেক্টরের সংস্কার।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। দাবি না মানলে সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান শিক্ষার্থীরা।
রেজাউল হক ডালিম/এআরএস