কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট, স্মারকলিপি পেশ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:২১
-67ff76ae8badb.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লবণ পানির আগ্রাসন রোধে নতুন স্লুইসগেট নির্মাণ, পুরোনো স্লুইস মেরামত ও দখলমুক্ত করা এবং বোরো ধান কৃষকদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি ক্রয়ের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে কৃষকেরা।
বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধর্মঘট শেষে কৃষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন।
কর্মসূচিতে বক্তব্য দেন কৃষক সমিতির উপজেলা সভাপতি জিএম মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন, ইউনিয়ন পর্যায়ের নেতারা ও কৃষকেরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কৃষকদের দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
জাকারিয়া জাহিদ/এআরএস