Logo

সারাদেশ

বরিশালে ভেঙে পড়ল গণপূর্ত দপ্তরের ছাদ

Icon

ব্যুরো প্রধান

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৭

বরিশালে ভেঙে পড়ল গণপূর্ত দপ্তরের ছাদ

বরিশাল গণপূর্ত বিভাগের ই/এম সাব-ডিভিশনের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিমের অফিসকক্ষে ছাদ ভেঙে পড়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় প্রকৌশলী ইব্রাহিম কক্ষে ছিলেন না। পরে ফিরে এসে তিনি দরজা খুলে ভেতরের অবস্থা দেখে হতবাক হয়ে যান। ছাদ ভেঙে রুমের আসবাবপত্র, ল্যাপটপ, প্রিন্টারসহ প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়।

এ ঘটনার পর উপবিভাগীয় প্রকৌশলী কাজী আবু জিহাদ তাৎক্ষণিক সিভিল উপবিভাগীয় প্রকৌশলীকে বিষয়টি জানান।

প্রকৌশলী ইব্রাহিম বলেন, ‘আমি ভেতরে থাকলে প্রাণঘাতি দুর্ঘটনা ঘটতে পারত। এ রুমে আর কাজ করা সম্ভব নয়।’

অন্য উপসহকারী প্রকৌশলী আসলামুল কবির জানান, তাঁর কক্ষসহ পুরো সাব-ডিভিশনের চারটি অফিস রুমই ঝুঁকিপূর্ণ।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ফোন করলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

জেআই জুয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর