Logo

সারাদেশ

মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যান্ড গ্রেনেড সাদৃশ্য বস্তু উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৬:৫৭

মেরিন ড্রাইভ সড়কের পাশে হ্যান্ড গ্রেনেড সাদৃশ্য বস্তু উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড বা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কোনকার পাড়া এলাকার ওয়েভস পয়েন্ট লি. সংলগ্ন স্থানে বস্তুটি দেখতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি বলেন, স্থানীয়রা মেরিন ড্রাইভ সড়কের পাশে ওয়েভস পয়েন্ট লি. সংলগ্ন স্থানে বোমা সাদৃশ্য একটি বস্তু দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়।

ওসি গিয়াস উদ্দিন আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। পুলিশের টিম ঘটনাস্থলে অবস্থান করছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাটি ঘিরে রেখে নজরদারি বাড়ানো হয়েছে।

ইব্রাহীম মাহমুদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর