আশুলিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৭:১১

ছবি : বাংলাদেশের খবর
সারাদেশের মতো সাভারের আশুলিয়াতেও ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকায় এ কর্মসূচি পালন করেন বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী।
এ সময় এক ঘণ্টার মতো সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে আশুলিয়াতেও তারা কর্মসূচি পালন করেছেন। আন্দোলনকারীদের দাবি, ‘আমাদের ৬ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী আসিফ বলেন, কেন্দ্রীয় সমন্বয়কারীদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে আমরা আশুলিয়াতে রাস্তায় নেমেছি। এখানে আমাদের ইনস্টিটিউটের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।
এদিকে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিলেও আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে এমন কোনো বিক্ষোভ বা কর্মসূচির তথ্য ছিল না।
হাসান ভুঁইয়া/এমবি