Logo

সারাদেশ

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৭:২৪

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দিনাজপুরে গ্রেপ্তার হওয়া গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শাহ সারোয়ার কবীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, গত বছরের জুলাই আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয় ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক এমপি শাহ সারোয়ার কবীরসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, পুলিশের গ্রেপ্তার এড়াতে শাহ সারোয়ার কবীর গাইবান্ধা ছেড়ে দিনাজপুরে তার বোনের বাড়িতে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দিনাজপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে তাকে কড়া পুলিশি পাহারায় গাইবান্ধা সদর থানায় আনা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আতিকুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর