Logo

সারাদেশ

ধামরাইয়ে পোশাক কারখানার শ্রমিকদের টানা কর্মবিরতি

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৪

ধামরাইয়ে পোশাক কারখানার শ্রমিকদের টানা কর্মবিরতি

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেড পোশাক কারখানায় তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় অবস্থিত কারখানার প্রায় ২৫০০ শ্রমিক কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে– কারখানার সিইও, কোয়ালিটি এজিএম ও ডিরেক্টরের পদত্যাগ, বহিরাগতদের দিয়ে শ্রমিকদের হয়রানি বন্ধ এবং মালিকপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ প্রদান।

জানা গেছে, গত রোববার কারখানার ৭৫ শ্রমিককে ছাঁটাই করার পর থেকেই উত্তেজনা তৈরি হয়। এরপর মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে প্রায় আড়াই হাজার শ্রমিক কারখানায় কর্মবিরতি শুরু করেন। যা বুধবার (১৬ এপ্রিল) সকালেও অব্যাহত ছিল।

শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন সময় ন্যায্য দাবি তোলার কারণেই ৭৫ জন শ্রমিককে হঠাৎ করে ছাঁটাই করা হয়। তারা জানান, সোমবার কারখানা বন্ধ থাকলেও মঙ্গলবার খুলে দেয় কর্তৃপক্ষ। কিন্তু তারা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চালিয়ে যান।

এদিকে কর্তৃপক্ষের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে শ্রমিকরা সরাসরি মালিকের সঙ্গে আলোচনার দাবিতে অনড় থাকেন। মঙ্গলবার দিনভর এ ইস্যুতে আলোচনা চললেও কোনো সমাধান হয়নি।

এ বিষয়ে মাহমুদা অ্যাটায়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. চৌধুরী আলম শেখ বলেন, শ্রম আইনের ২৬ ধারার আওতায় শ্রমিকদের সব পাওনা পরিশোধ করেই তাদের বরখাস্ত করা হয়েছে। বর্তমানে কারখানার নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

মনোয়ার হোসেন রুবেল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর