যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গ্রেপ্তার যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় এ ঘটনা ঘটে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া মতিউর রহমান মতি (৪৫) রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
ওসি আরশেদুল হক বলেন, মারধর, শ্বাসরোধ করে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগে মঙ্গলবার রাতে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামের বাসিন্দা মমতাজ আলী। এ মামলায় হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে প্রধান আসামি করা হয়। এছাড়াও মামলায় আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়।
তিনি আরও বলেন, বুধবার ভোররাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি যুবলীগ নেতা মতিউর রহমান মতিকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
এদিকে মতিকে গ্রেপ্তারের ঘটনায় বুধবার দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তার সমর্থকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে এসে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তারপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, থানা ঘেরাওয়ের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। লোকজনকে বোঝানোর চেষ্টা করি। খালি গলায় ও হ্যান্ড মাইকের মাধ্যমে প্রায় আধাঘণ্টা ধরে বোঝানোর পরও তারা শান্ত না হওয়ায় শেষে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।
ওসি আরশেদুল হক বলেন, মৃদু লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রেপ্তার মতিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলবে।
আবু সালেহ/এমবি