আনন্দ শোভাযাত্রা
মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন, তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৪১

ছবি : বাংলাদেশের খবর
পহেলা বৈশাখের ‘আনন্দ শোভাযাত্রার’ মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে গঠিত এ কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজারে শিল্পীর গ্রামের বাড়ির একটি ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ঘরের ভেতরের সব আসবাবপত্র পুড়ে যায়।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ অভিযোগ করে জানান, পহেলা বৈশাখে রাজধানীর আনন্দ শোভাযাত্রায় তিনি বাঘের মোটিফ তৈরি করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শেখ হাসিনার মুখাকৃতি নির্মাণকারী হিসেবে মিথ্যা প্রচার চালানো হয়। এর জেরেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
মানবেন্দ্র বলেন, ‘আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। তারপর থেকেই ফেসবুকে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে মঙ্গলবার থানায় একটি জিডি করেছি। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই আগুন দেওয়া হলো। এখন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ। তিনি বলেন, ‘ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হই। কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ শুরু করেছি। আইনি প্রক্রিয়াও চলমান।’
ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, মানিকগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সিআইডির ক্রাইম সিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসক বলেন, ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে পুলিশ ও সিআইডির টিম কাজ করছে। সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আফ্রিদি আহাম্মেদ/এমবি