
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে শুক্কুর আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুক্কুর আলী কালীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বড়নগর গ্রামের বাসিন্দা। কৃষিকাজের সুবাদে তিনি তার শ্বশুরবাড়ি মানিকপুর এলাকায় অবস্থান করছিলেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরের দিকে শুক্কুর আলী মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে মাঠে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন।
ওসি আলাউদ্দিন বলেন, প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতা জরুরি। প্রতি বছর বর্ষা মৌসুমে দেশে বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হয়। যার অধিকাংশই কৃষক বা খোলা মাঠে কাজরত শ্রমজীবী মানুষ। বজ্রপাতের সময় খোলা জায়গা, গাছের নিচে বা উঁচু স্থানে না থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
রফিক সরকার/এমবি