Logo

সারাদেশ

ছাতকে সিমেন্ট কারখানার সিবিএ সভাপতি গ্রেপ্তার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২০:৪৪

ছাতকে সিমেন্ট কারখানার সিবিএ সভাপতি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেডের সিবিএ সভাপতি আব্দুল কুদ্দুস (৫৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি ছাতক পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর গ্রামের মো. হোসেনের ছেলে।

আব্দুল কুদ্দুস ছাতক সিমেন্ট ফ্যাক্টরির সিবিএ সভাপতি, বিসিআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি এবং সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ জানান, এসআই সিকান্দর আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ‘ডেভিল হান্ট’ অপারেশনে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর