Logo

সারাদেশ

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, ২৯৪ শিশু পেল বাইসাইকেল

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২০:৫৬

টানা ৪০ দিন জামাতে নামাজ আদায়, ২৯৪ শিশু পেল বাইসাইকেল

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর সোনাগাজীতে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায় করায় ২৯৪ জন শিশু-কিশোরকে বাইসাইকেলসহ নানা উপহার দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম। সঞ্চালনায় ছিলেন কলরব শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক পরিচালক ইয়াসিন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তাসলিম হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসাইন, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুরুন নবী।

অনুষ্ঠানে ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

জেলা প্রশাসক বলেন, ‌‘নতুন প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহী করতে হবে। ২৯৪ জন শিশু-কিশোর একসঙ্গে ৪০ দিন জামাতে নামাজ আদায় করা বিরল ঘটনা।’

চেয়ারম্যান জহিরুল আলম জানান, ৪০ দিন জামাতে নামাজ পড়লে বাইসাইকেল উপহার দেওয়ার ঘোষণা দিলে দুই মসজিদে কয়েক শ শিশু নামাজে অংশ নেয়। শেষ পর্যন্ত ২৯৪ জন নিয়মিত জামাতে অংশ নেওয়ায় তাদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর