জিলাপিকাণ্ডে বদলি হওয়া ওসিকে ফেরাতে বিএনপির মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২১:০১
-67ffc62d37c19.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের ইটনায় ‘জিলাপিকাণ্ডে’ বদলি হওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদর বাজার থেকে মিছিল শুরু হয়ে মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বিএনপির উপজেলা সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা দাবি করেন, সাবেক ওসি মনোয়ার হোসেন একটি ষড়যন্ত্রের শিকার। তাঁকে হাওরের বাঁধের কাজের টাকা নিয়ে ‘জিলাপি চাওয়ার’ অডিও ভাইরাল করে বদলি করা হয়েছে। তারা ওই অডিওর পক্ষের ব্যক্তিকে ‘ভুয়া সমন্বয়ক’ আখ্যা দেন এবং ওসিকে দ্রুত পুনর্বহালের দাবি জানান।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ঘুষের প্রমাণ প্রকাশের পর পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। বিএনপির মিছিল সেই দুর্নীতিকে আড়াল করার চেষ্টা।
প্রসঙ্গত, ফসলরক্ষা বাঁধের কাজের টাকা থেকে ‘জিলাপি খেতে’ চেয়ে ওসি মনোয়ার হোসেনের একটি অডিও রেকর্ড ভাইরাল হলে গত মঙ্গলবার তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাঁর স্থলে ইটনা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাফর ইকবাল।
আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস