Logo

সারাদেশ

মানিকগঞ্জে ভাস্কর্যশিল্পীর বাড়িতে আগুন, ছয় সদস্যের তদন্ত কমিটি

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২১:২৪

মানিকগঞ্জে ভাস্কর্যশিল্পীর বাড়িতে আগুন, ছয় সদস্যের তদন্ত কমিটি

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জে আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণে যুক্ত এক ভাস্কর্যশিল্পীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান খানকে প্রধান করে গঠিত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগের দিন, মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

মানবেন্দ্র ঘোষ আনন্দ শোভাযাত্রার একটি মোটিফ—বাঘের মুখ নির্মাণে অংশ নিয়েছিলেন। তবে বিভিন্ন সামাজিক মাধ্যমে তাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি তৈরির সঙ্গে যুক্ত বলে প্রচার করা হয়। শিল্পীর দাবি, তিনি শুধু বাঘের মোটিফ বানিয়েছেন, শেখ হাসিনার মুখাকৃতি নয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় ঘরের ভেতরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিসপত্র। পুলিশ নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে জনসাধারণের চলাচল সীমিত করেছে।

মানবেন্দ্র ঘোষ বলেন, ‘শুধু বাঘের মোটিফ বানিয়েছিলাম। এর জেরে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এখন আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

তিনি জানান, ঘটনার আগের দিন মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি ও তাঁর পরিবার। সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়টি উল্লেখ করেই তারা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসক বলেন, ‘সিআইডিসহ পুলিশের চৌকস টিম ঘটনাটি তদন্ত করছে। দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে ব্যবস্থা নেওয়া হবে।’

আফ্রিদি আহাম্মেদ/এআরএস
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর