Logo

সারাদেশ

টাঙ্গাইলে পাওনা টাকা নিয়ে বিরোধে কলেজছাত্র খুন, সহপাঠী গ্রেপ্তার

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২১:৩০

টাঙ্গাইলে পাওনা টাকা নিয়ে বিরোধে কলেজছাত্র খুন, সহপাঠী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আব্দুল আলীম (২০) নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সহপাঠী নোমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার সাতুটিয়া গ্রামের একটি বাড়ির ট্যাংকি থেকে আলীমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আলীম বল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আলীমের মা আকলিমা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এরপর রাতে নোমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর