Logo

সারাদেশ

তারেক রহমানই ভবিষ্যতে দেশ সংস্কার করবেন : আব্দুস সালাম পিন্টু

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ২১:৩৫

তারেক রহমানই ভবিষ্যতে দেশ সংস্কার করবেন : আব্দুস সালাম পিন্টু

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগেই ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন। নির্বাচনের আগে যারা নতুন করে সংস্কারের কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আগামীতে তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবেন।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব বলেন তিনি।

মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে আব্দুস সালাম পিন্টু বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা মনোনয়ন পাবেন না। জনসমর্থন ও ক্লিন ইমেজ থাকা ত্যাগী নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, আইনজীবী ফোরামের সভাপতি ফাইজুর রহমান, বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদসহ অন্যরা।

রেজাউল করিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর