হাতীবান্ধায় সীমান্তে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:০৯

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমান্ত-হত্যা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সচেতন মহল। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাতীবান্ধা ফিলিং স্টেশন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জয়নুল আবেদীন সরকারের বড় ছেলে সাহেদুজ্জামান কোয়েল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম, কৃষক দলের সদস্য সচিব মতিউর রহমান মতি এবং ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানসহ স্থানীয় বিভিন্ন স্তরের সচেতন নাগরিকমহল।
বিক্ষোভে বক্তারা বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকারকে এই বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে।
এর আগে, বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তের ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব পিলার ৬-এস এলাকায় বিএসএফের গুলিতে হাসিনুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে টেনে-হিঁচড়ে ভারতীয় ভূখণ্ডে নিয়ে যায় বিএসএফ। পরে সন্ধ্যায় ভারতের কোচবিহার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনুরের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
- টিটু ইসলাম/এটিআর