সাবেক পাটমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৫৬

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান হিরাকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকার পল্টন এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তিনি উপজেলার তারাবো পৌরসভার মৃত আবুল কাশেমের ছেলে।
হিরা উপজেলার আওয়ামী লীগের সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর এপিএস এবং তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পার পিএস ছিলেন। হিরার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘৫ আগস্টের পর কামরুজ্জামান হিরার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।’
এন বি আকাশ/এমজে