Logo

সারাদেশ

বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১০:৫০

বিএনপি নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক (স্থগিত কমিটি) আবদুল মান্নান আব্বাসকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা সদর বাজারে স্থানীয় সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী বিএনপি নেতা আব্বাস।

লিখিত বক্তব্যে আব্বাস বলেন, গত ১৩ এপ্রিল পৌর এলাকার বাকাইল গ্রামের আসমা খাতুন নামে এক নারী আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, গত ২৫ মার্চ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমি লোকজন নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে খুন-জখমের চেষ্টা করি এবং স্বর্ণালংকার লুট করি। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম, যার প্রমাণ মোবাইল ফোন ট্র্যাকিং করলেই পাওয়া যাবে। আসমা বেগমের বাড়িতে উপস্থিত থাকার কোনো সুযোগই নেই। অথচ আমাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে একতরফাভাবে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আব্বাসের দাবি, স্থানীয় আওয়ামী লীগ, বিএনএম এবং কয়েকজন পথভ্রষ্ট বিএনপি নেতাকর্মীর ইন্ধনে আসমা বেগমকে দিয়ে এই মিথ্যা সংবাদ সম্মেলন করানো হয়েছে।

তিনি বলেন, আসমা বেগম আমার বংশীয় কেউ নন। এমনকি জমিজমা নিয়ে তার সঙ্গে কোনো বিরোধও নেই। আমি একটি নিরপেক্ষ ভূমিকা পালন করেছি মাত্র। অথচ ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম জড়িয়ে মামলায় ফাঁসানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আব্বাস প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমি চাই, স্থানীয় প্রশাসন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর