মানিকগঞ্জে আ.লীগের ৬ নেতা আটক

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১১:০৩

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৬ নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম।
৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর এই প্রথম সাটুরিয়ায় উপজেলায় একযোগে ৬ আওয়ামী লীগের নেতাকে আটক করল পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিল্লি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম ধলা, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনির হোসেন (দুর্লভ), বালিয়াটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য জুহিরুল ইসলাম, হরগজ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, দিঘুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি বাদশা মিয়া ও দিঘুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
মাসুদ রানা/এমজে