Logo

সারাদেশ

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, স্বামী আহত

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৪

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, স্বামী আহত

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী মন্টু সরদার গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড় থেকে যশোরগামী একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৪৬০২) স্বামী-স্ত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা খাতুনের মৃত্যু হয়। এ সময় তার স্বামী মন্টু সরদার গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাকচালক ও সহকারীকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।

আকরামুজজামান আরিফ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর