গজারিয়ায় ৩ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ অভিযানে ৩টি চুনা কারখানা গুঁড়িয়ে দিয়েছে তিতাস। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় দুটি এবং টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় ১টি চুনা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। তিতাস গ্যাস কর্তৃপক্ষের পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফ।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন শরিফ বলেন, অবৈধ গ্যাস সংযোগে চলা তিনটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনটি কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
অবৈধ কারখানার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতোমধ্যে তফসিলদারের কাছে যেসব জমিতে অবৈধ কারখানা স্থাপন করা হয়েছে, ভূমি মালিকদের কাছে তার তথ্য চাওয়া হয়েছে। সব তথ্য হাতে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিতাসের ব্যবস্থাপক (অপারেশন সোনারগাঁও) জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত এসব কারখানার বিরুদ্ধে অভিযানস চালিয়ে আসছি। অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করতে তিতাস কঠোর পদক্ষেপ নিবে।
আবু সাঈদ/এমজে