সাভারে সড়ক থেকে গর্তে লেগুনা, প্রাণ গেল ২ জনের

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৩:০৭

সাভারের আশুলিয়ায় সড়কের পাশের গর্তে লেগুনা পড়ে দুই জন নিহত হয়েছেন। এ সময় দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুর রহমান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের আশুলিয়ার জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বদিউল আলম গাজী ও হৃদয় মিয়া। আহতরা হলেন, বিলকিস বেগম ও সুব্রত পাল। তবে প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে সড়কটি প্লাবিত ছিল। লেগুনাটি সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের গর্তে পড়ে যায়। এতে লেগুনার কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের মধ্যে ৪ জনকে উদ্ধার করে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালে পাঠান।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার হাবিবুর রহমান বলেন, রাত ৮টার দিকে আমাদের হাসপাতালে ৪ জনকে আনা হয়। যার মধ্যে দুই জন আগেই মারা গিয়েছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানের তাদের চিকিৎসা চলমান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তালুকদার বলেন, আশুলিয়ার জামগড়া এলাকায় সড়কের পাশের একটি গর্তে লেগুনা পড়ে দুই জন নিহতের ঘটনা ঘটেছে।
হাসান ভুঁইয়া/এমজে