Logo

সারাদেশ

সাভারে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৩:১৭

সাভারে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

এর আগে বুধবার বিকেল ও রাতে সাভারের কলমা ও হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভার পৌরসভার তারাপুর এলাকার মো. মামুনের ছেলে মো. রাথিন (২০) ও তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকার এরশাদ ওরফে এছাক মোল্লার ছেলে রাশেদ মোল্লা (৩০)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে মো. রাথিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় অভিযান চালিয়ে রাশেদ মোল্লাকে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর