Logo

সারাদেশ

পত্নীতলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমানকে চিঠি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৩:৪১

পত্নীতলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমানকে চিঠি

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বিএনপির অনিয়মতান্ত্রিক কাউন্সিলে ঘোষিত কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ কমিটি বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর ১৫ এপ্রিল একটি আবেদন দাখিল করেছেন ওই কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. আব্দুস সামাদ ও মো. আলতাফ শেখ।

আবেদন সূত্রে জানা যায়, নানামুখী সমস্যা মীমাংসা করে কমিটি গঠন করার কথা থাকলেও গত ৩০ মার্চ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব বায়েজিত হোসেন পলাশ পত্নীতলা উপজেলা বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেন। এছাড়া ইউনিয়ন কমিটি ও ভোটার তালিকা গোপন রেখে ফরম বিতরণ করা হয়। ভোটার তালিকার সাথে ইউনিয়ন কমিটির কোনো মিল নেই, যা গঠনতন্ত্রবিরোধী। তফসিল ঘোষণার সাথে সাথে ভোটার তালিকা প্রণয়ন সংবিধানের গুরুত্বপূর্ণ শর্ত।

নির্বাচন প্রধানকে অভিযোগপত্র জমা দেওয়া হলেও এর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখনও উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সেক্ষেত্রে কাউন্সিল কমিটি গঠন করা সম্ভব নয়। জেলা আহ্বায়ক কমিটি ও উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আক্কাস আলী এ বিষয়ে তাদের কোনো পরামর্শ গ্রহণ করেননি। গত ১২ এপ্রিল সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।

আবেদন সূত্রে আরও জানা যায়, ভোটার তালিকায় ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের লোকজনদের প্রবেশ করানোসহ একই পরিবারের স্বামী-স্ত্রী, সন্তানদের ভোটার করা হয়। নিজ সমর্থকদের দিয়েই ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। দলের দুঃসময়ে যারা পরীক্ষিত ত্যাগী নেতা, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি/সম্পাদকসহ বৃহৎ অংশকে বঞ্চিত করা হয়েছে।

এরকম কাউন্সিল অনুষ্ঠিত হলে দল চরম ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আবেদনকারীরা নির্বাচনের আগের দিন ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান এবং সাথে প্রার্থিতা প্রত্যাহার করেন।

বিস্তারিত অভিযোগগুলো রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুস সালামের তত্ত্বাবধানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এ অনিয়মতান্ত্রিক ষড়যন্ত্রমূলক প্রহসনের কাউন্সিলে ঘোষিত কমিটি বাতিলের আবেদন করা হয়।

এইচকে/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর