সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৩:৫৬

ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১২-এর সদস্যরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোররাতে জেলার যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের পটিয়া থানার জিরি গ্রামের শ্রী সুনীল চন্দ্রনাথের ছেলে মো. আবুল হাসান পূর্বনাম শ্রী প্রান্তনাথ (২৭) ও নওগাঁর ধামইরহাট থানার মোরোলো আজাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৪)।
র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাত ৪টা ২০ মিনিটের দিকে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা ও গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১২’র সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।
আসামিদের বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ফিরোজ আল আমিন/এমবি