Logo

সারাদেশ

তৃতীয় দিনের আন্দোলনে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৪:০৮

তৃতীয় দিনের আন্দোলনে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো ক্লাস বর্জন করে রাজপথে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে শহরের ট্র্যাফিক পয়েন্টে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সুনামগঞ্জ সদর হাসপাতালে গিয়ে ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। অথচ সেখানে পৌঁছাতে কোনো নির্ধারিত পরিবহন ব্যবস্থা নেই। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের।

তারা অভিযোগ করেন, মেডিকেল ও সদর হাসপাতালের বিশাল কমপ্লেক্সের নির্মাণ কাজ প্রায় শেষ হলেও বারবার নানা অজুহাতে সময় নেওয়া হচ্ছে। এতে করে তাদের অ্যাকাডেমিক জীবন হুমকির মুখে পড়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য, সুনামগঞ্জ সদর হাসপাতালের বর্তমান অবস্থা উন্নত নয়, ক্লাস নেওয়ার মত পরিবেশও সেখানে নেই। তাই নিরুপায় হয়েই তারা রাজপথে নেমেছেন।

বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য রাখেন শিক্ষার্থী সাকিব, পৃথিরাজ, নুরনিহার প্রমুখ।

এর আগে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বরাবর স্মারকলিপিও দিয়েছেন।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর