অশ্রুসিক্ত নয়নে শিক্ষকের ‘রাজকীয় বিদায়’

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৫:৪৩

কলেজের প্রধান ফটকের সামনে একটি ফুল সজ্জিত গাড়ি প্রস্তুত। কলেজের ভবন থেকে গাড়ি পর্যন্ত ফুল হাতে দাঁড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীরা।
কিছুক্ষণ পর শিক্ষক বের হয়ে এলেন এবং উঠে বসলেন গাড়িতে। ফুলের পাপড়ি ছিটিয়ে ও করতালি দিয়ে স্বাগত জানাল সবাই। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে পৌঁছে দিল বাড়িতে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের দৃশ্য ছিল এমন। কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল হক মিয়া দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে কলেজ কর্তৃপক্ষ এই আয়োজন করেন। রাজকীয় আয়োজন দেখে অবসরে যাওয়া শিক্ষক রবিউল হক মিয়া আবেগে আপ্লুত হয়ে পড়েন।
জানা যায়, আলফাডাঙ্গা আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল হক মিয়ার জন্য কলেজের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পাপড়ি ছিটিয়ে শুরুতেই ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। তারপর স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী শিক্ষককে ক্রেস্টসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। শেষে ফুল সজ্জিত গাড়িতে ওই শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় গাড়ির পিছুপিছু কলেজের সব শিক্ষকরাও মোটরসাইকেল যোগে ওই শিক্ষকের বাড়িতে যান।
এ সময় স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এম এম মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
রাকিব মিয়া/এমআই