জামালপুরে মাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৬:২৪

জামালপুর শহরতলীর চন্দ্রা ঘুন্টিতে মাকে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিণ পাড়া গ্রামে বাবা তোতা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে গাছ বিক্রির টাকাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মঞ্জু তার মা মঞ্জিলা বেগম জিরাকে কুপিয়ে হত্যা করে। এ সময় গাছ কাটতে আসা এক ব্যক্তিকেও কুপিয়ে আহত করেন তিনি। এর পরপরই মঞ্জু পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন বাদী হয়ে জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জামালপুরে আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামিকে গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মেহেদী হাসান/এমবি