মোটিফ নির্মাতার বাড়িতে আগুন, ছাত্রলীগ-আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৮

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৪৬

ছবি : বাংলাদেশের খবর
পয়লা বৈশাখে ‘আনন্দ শোভাযাত্রা’র মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়ির একটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। পরদিন বুধবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন তমাল (২২), যুগ্ম সাধারণ সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস (২২), আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বাবুল হোসেন (৫৪), ছাত্রলীগ নেতা আমিনুর রহমান (২৪), মীর মারুফ (২১), খান মোহাম্মদ রাফি ওরফে সিজন (১৮), শিবালয়ের অন্বয়পুরের মো. রায়হান মল্লিকের ছেলে মো. মোশারফ হোসেন (৪৮) ও পূর্ব দাশড়ার সুনীল ঘোষের ছেলে সঞ্জিব ঘোষ (৪০)।
স্থানীয় সূত্র জানায়, পয়লা বৈশাখে ঢাকায় আয়োজিত আনন্দ শোভাযাত্রায় ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাকৃতি’ বানানোর অভিযোগে এ অগ্নিকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে। তবে মানবেন্দ্র ঘোষের পরিবারের দাবি, তিনি শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করেননি, বরং বাঘের মোটিফ তৈরি করেছিলেন।
‘আনন্দ শোভাযাত্রা’র মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোষের বাজার এলাকায়। একই এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহিদ মালেকের বাড়িও অবস্থিত।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং এলাকাটি জনসাধারণের জন্য সীমিত করে দেওয়া হয়। আগুনে ঘরের ভেতরের আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে।
এ বিষয়ে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, এ ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আফ্রিদি আহাম্মেদ/এমবি