Logo

সারাদেশ

হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৫

হাজীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার লাউকরা গ্রামের পশ্চিম মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাহাব উদ্দিন উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লাউকরা গ্রামের মৃত এরাশাদ হোসেনের ছেলে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, লাউকরা পশ্চিম মাঠে অন্যদের সঙ্গে কৃষক সাহাব উদ্দিন ধান কাটতে যান। এ সময় তিনি বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা অন্য কৃষকেরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বজ্রপাতের কারণে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর