Logo

সারাদেশ

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, যুবকের কারাদণ্ড

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৮:১৫

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ, যুবকের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক নামের বহিরাগত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান।

জানা যায়, পরীক্ষায় নকল সরবরাহ করার দায়ে একজন অপরাধীকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২০০ টাকা জরিমানা এবং ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে বিকেলে পুলিশের সহযোগিতায় তাকে জেলহাজতে পাঠানো হয়। পাশাপাশি আশপাশের সবাইকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান জানান, সকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত এক যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

নকলের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর