
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বজ্রপাতে আবির দেওয়ান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির দেওয়ান ওই গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে। তিনি বালিগাও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা হারুন ভূইয়া জানান, বৃষ্টির সময় আবির বাড়ির পাশে পুকুর পাড়ে গেলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশের এসআই রবিউল ইসলাম বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নাজমুল ইসলাম পিন্টু/এমবি