শ্রীমঙ্গলে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:২৯
-6801104abcb48.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জনবল সংকটে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালে ২৩ জন চিকিৎসকের স্থলে কর্মরত রয়েছেন মাত্র ১০ জন। গাইনী চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। রোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে অনেককে জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিতে আসেন প্রায় ৩০০ জন, জরুরি বিভাগে ৯০ জন এবং ভর্তি থাকেন প্রায় ৪০ জন রোগী। অথচ জুনিয়র কনসালটেন্ট থাকার কথা ৬ জন, রয়েছেন মাত্র ১ জন। মেডিকেল অফিসার থাকার কথা ৭ জন, আছেন ১ জন। বিভিন্ন সহায়ক পদেও ব্যাপক ঘাটতি রয়েছে।
এক্সরে, আলট্রাসনোগ্রাম ও ইসিজি মেশিন অকেজো। তেল বরাদ্দ না থাকায় চালু রাখা যাচ্ছে না জেনারেটর। তদুপরি, পরিচ্ছন্নতাকর্মী না থাকায় হাসপাতাল প্রাঙ্গণ ও টয়লেটগুলো নোংরা অবস্থায় রয়েছে।
চিকিৎসা নিতে আসা অনেকে বলেন, কাঙ্ক্ষিত ডাক্তার না থাকায় ফিরে যেতে হচ্ছে। নার্স ও কমিউনিটি মেডিকেল অফিসারদের দিয়েই চলেছে সেবা কার্যক্রম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, ‘চিকিৎসকের স্বল্পতায় প্রচুর চাপ যাচ্ছে। জনবল চেয়ে চিঠি পাঠানো হয়েছে। নিয়োগ পেলে সেবার মান বাড়বে।’
এআরএস