Logo

সারাদেশ

বর্বর নির্যাতনে স্কুলছাত্রী হত্যা, বিচারের দাবিতে থানা ঘেরাও

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২০:৫৩

বর্বর নির্যাতনে স্কুলছাত্রী হত্যা, বিচারের দাবিতে থানা ঘেরাও

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জে ভুট্টাখেত থেকে হাত বাঁধা অবস্থায় জান্নাতি আক্তার (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বর্বর এ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয়রা থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভোটমারী ইউনিয়নের শৈলমারী চরে এ ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রান্না দেখার দায়িত্ব দিয়ে মেয়েকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান মা। ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ভুট্টাখেতে তার লাশ পাওয়া যায়। মেয়েটির দুই হাত পেছনে বাঁধা ছিল। একটি হাত ও পা ভাঙা এবং মুখে বালু গুঁজে দেওয়া ছিল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে হত্যার আগে বর্বর নির্যাতনের শিকার হয়েছেন জান্নাতি।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে জান্নাতির বাবা ফজলুল হক বাদী হয়ে বেলাল হোসেনসহ ৪–৫ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ বেলালকে গ্রেপ্তার করেছে।

পরে বিক্ষুব্ধ জনতা বেলালের বাড়ি ঘেরাও করে আগুন দেয়। একই সঙ্গে কালীগঞ্জ থানা ঘেরাও, বিক্ষোভ এবং লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে মানববন্ধন করেন স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পারিবারিক বিরোধ থেকে হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর