-680117db7ddf9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
এবারের মৌসুমে নওগাঁয় ভুট্টার আশানুরূপ ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন নিয়ে কৃষকরা সন্তুষ্ট। তবে অতিরিক্ত খরার কারণে কিছুটা হালকা হয়েছে ভুট্টার মোচা এবং গাছেই শুকিয়ে যাচ্ছে ভুট্টা।
জেলার কয়েকটি উপজেলায় ভুট্টার ব্যাপক আবাদ হয়েছে। কাঁচা ভুট্টার দাম নিয়ে কৃষকদের মধ্যে কিছুটা অসন্তোষ রয়েছে। কৃষকরা বলছেন, কাঁচা ভুট্টা বিক্রি করলে লাভ হচ্ছে না। শুকিয়ে বিক্রি করলে দাম একটু ভালো পাচ্ছেন।
মান্দা উপজেলার কৃষক ফারুক হোসেন জানান, শুকনো ভুট্টা বিক্রি হচ্ছে ১১শ' থেকে সাড়ে ১১শ' টাকায়। আত্রাই উপজেলার ব্যবসায়ী আজাদ হোসেন বলেন, কাঁচা ভুট্টার দাম ৮০০ থেকে ৮২০ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, এবছর ৭,৮০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে। প্রতি বিঘায় ৪০-৪৫ মণ ফলন হচ্ছে। কৃষি বিভাগের আশা, কৃষকরা ভালো দাম পাবেন।
এআরএস