Logo

সারাদেশ

চাঁদপুরে দালাল চক্রের দুই সদস্য আটক

Icon

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:০৯

চাঁদপুরে দালাল চক্রের দুই সদস্য আটক

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীদের কাছ থেকে অবৈধভ অর্থ আদায় করার অভিযোগে মো. মাসুদ (২৮) ও জুম্মন (৪০) নামে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চাঁদপুর কার্যালয়ের কর্মকর্তারা।

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আটক ব্যক্তিদের এবং মোবাইল চাঁদপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ছাড়া, চাঁদপুরে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর