Logo

সারাদেশ

সুনামগঞ্জে হয়রানি ছাড়া বোরো ধান সংগ্রহ হবে

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:১৫

সুনামগঞ্জে হয়রানি ছাড়া বোরো ধান সংগ্রহ হবে

ছবি : বাংলাদেশের খবর

আগামী ২৪ এপ্রিল থেকে সুনামগঞ্জে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হবে। কৃষকদের কাছ থেকে কোনো রকম হয়রানি ছাড়াই সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিলার ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকারের নির্ধারিত ধানের সঠিক মূল্য কৃষকদের জন্য প্রযোজ্য হবে এবং প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার তোফায়েল আহমেদ ও অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা জানান, চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এবছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৬৪৫ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে, তবে কৃষকদের দাবি লক্ষ্যমাত্রা বাড়ানোর।

আব্দুল হালিম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর