Logo

সারাদেশ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:২৩

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরের নালিতাবাড়ীতে বন্ধ বালু মহল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ধ্বংস করা হয়েছে ২০টি ড্রেজার মেশিন। অপসারণ করা হয়েছে ১৮টি বাঁশের মাচাসহ সরঞ্জাম।

বুধবার (১৬ এপ্রিল) দিনভর উপজেলার ভোগাই নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন ইউএনও ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। অভিযানে সহযোগিতা করে পুলিশ, আনসার, স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও এলাকাবাসী।

উপজেলা প্রশাসন জানায়, চলতি বাংলা সনে নালিতাবাড়ীতে কোনো বালু মহল ইজারা দেওয়া হয়নি। এরপরও কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন। তাদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন ইউএনও।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর