Logo

সারাদেশ

শ্যামনগরে দাখিল পরীক্ষায় অসদুপায়, ১১ শিক্ষার্থী বহিষ্কার

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:২৮

শ্যামনগরে দাখিল পরীক্ষায় অসদুপায়, ১১ শিক্ষার্থী বহিষ্কার

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার শ্যামনগরে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার এবং দায়িত্বে গাফিলতির কারণে কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলার কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, পরীক্ষাকক্ষে মোবাইল ও ব্লুটুথ হেডফোন ব্যবহারের মাধ্যমে অসদুপায় চালানোর প্রমাণ মেলে। নকলের চেষ্টাও ধরা পড়ে কয়েকজনের ক্ষেত্রে। দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট শিক্ষকরাও পরবর্তী পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছেলে ও দুজন মেয়ে। ওই কেন্দ্রের গণিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪৩ জন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর