সাভারে চলন্ত বাসে তল্লাশি, ৩ ছিনতাইকারী আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:৩২
-68011f2863348.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাভারে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি সুইচগিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা থেকে মৌমিতা পরিবহনের বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন—ঢাকার তানভীর হোসেন তানিম (১৮), সাভারের মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহের সোহানুর রহমান (১৮)।
পুলিশ জানায়, মহাসড়কে ছিনতাই রোধে চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবেই এ তল্লাশি চালানো হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া।
হাসান ভূইয়া/এআরএস