Logo

সারাদেশ

৯৯৯-এ ফোন, দেরিতে আসায় পুলিশের মাথা ফাটাল দোকানি

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ২১:৪৩

৯৯৯-এ ফোন, দেরিতে আসায় পুলিশের মাথা ফাটাল দোকানি

ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দোকানে চুরির ঘটনায় ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ‘দেরিতে আসা’র অভিযোগে ক্ষুব্ধ দোকানি লোহার শিকল দিয়ে পুলিশের মাথায় আঘাত করেন। এতে মাথা ফেটে যায় ও রক্তক্ষরণ হয় ওই পুলিশ সদস্যের।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার শৈলাট বাজারে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য আবুল হোসেন (৩৫) মাওনা পুলিশ ফাঁড়িতে কর্মরত। অভিযুক্ত দোকানি রাশেদ খান মেনন (২৭) শৈলাট গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে রাশেদ খান তার কম্পিউটারের দোকানে চুরির অভিযোগে ৯৯৯-এ ফোন করেন। পুলিশ পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গেলে দোকান খোলা থাকলেও মালিক ছিলেন না। তিনি ১০টা ১৫ মিনিটে আসেন এবং পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে শিকল দিয়ে মাথায় আঘাত করেন।

পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত সদস্যকে হাসপাতালে নিয়ে যান এবং দোকানিকে আটক করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং রাশেদ খানকে কারাগারে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশের পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল। তবে দোকানে কোন চুরি হয়নি বলেও প্রাথমিকভাবে জানা গেছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর