
ঝিনাইদহের কালীগঞ্জে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সারবোঝাই ট্রাক উল্টে আশরাফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকের নিচ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নিহত আশরাফুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার শিকারপুর গ্রামের বাসিন্দা। তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি সারবোঝাই করে যশোরের দিক থেকে ঝিনাইদহ যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন। সে সময় হঠাৎ ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়। উল্টে যাওয়ার প্রায় ২০ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঝিনাইদহে রেফার্ড করা হয়েছে। এ ছাড়া কিছুক্ষণ পর একজনের মরদেহ আনা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, একটি বিকল হয়ে যাওয়া ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। আরেকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এম বুরহান উদ্দীন/এমজে