Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৯:০৮

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত পাখিভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয়মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজুমা গ্রামের চাল ব্যবসায়ী সারোয়ার হোসেন।  চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী একজন জানান, তিনি ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বিকট শব্দ শুনতে পান। পরে দেখেন সড়কের ওপর দুইজনের লাশ ও পাশে একটি পাখিভ্যান দুমড়ে-মুড়চে পড়ে আছে। তিনি আরও জানান, ঝাপসা অন্ধকারে পরিষ্কারভাবে দেখতে পারেননি, তবে ঢাকাগামী কোনো এক পরিবহনের ধাক্কায় হয়ত তাদের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক ও সারোয়ার হোসেন শুক্রবার ভোরে পাখিভ্যানে সরোজগঞ্জ বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। তবে বাজারে পৌঁছানোর পূর্বেই সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেন।

চুয়াডাঙ্গা সদর পরিদর্শক (ওসি, তদন্ত) রিপন বলেন, ভোরে নয়মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছেন। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ঢাকাগামী পরিবহনের ধাক্কায় তাদের মৃত্যু হয়েছে। আমরা ওই পরিবহনটি শনাক্ত করার চেষ্টা করছি।

ফেরদৌস ওয়াহিদ/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর