Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৩:৩১

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাতে উল্লাপাড়া রেলস্টেশনের পাশে ব্রহ্মকপালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার হরিনাথপুর গ্রামের মাইক্রোবাস চালক মুনছুরুল আলম (৪৩) ও একই গ্রামের জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, ‘বাঘাবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। উল্লাপাড়া রেলস্টেশনের পাশে পৌঁছালে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মুনছুরুল আলম ও যাত্রী মানিক চন্দ্র শীল মারা যান।’

ফিরোজ আল আমিন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর