Logo

সারাদেশ

‘জামায়াতের ওপর ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন হয়েছে’

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৪:৪৭

‘জামায়াতের ওপর ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন হয়েছে’

ছবি : বাংলাদেশের খবর

‘বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর ওপর ইতিহাসের নিকৃষ্টতম নির্যাতন চালানো হয়েছে’ বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা জামায়াতের আমির এসএম আবদুস সালাম আজাদ।

তিনি আরও বলেন, নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হয়নি। বিভিন্ন গায়েবি মামলায় অনেক নেতাকর্মীকে বছরের পর বছর বিনা চিকিৎসায় কারাগারে বন্দি করে রাখা হয়েছিল।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবে কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম আজাদ বলেন, বিনা অপরাধে জামায়াতের প্রথম সারির অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদেরকে গোপনে কর্মসূচি করতে হয়েছে। তখনও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বান্দরবান সফর করেছেন, তবে গোপনে। কিন্তু ৫ আগস্টের পর ছাত্রজনতা দেশের মানুষের জন্য মুক্ত স্বাধীনতা এনে দিয়েছে।

জেলা জামায়াতের আমির আরও বলেন, সূচনালগ্ন থেকে এ পর্যন্ত জামায়াত একই ধারার রাজনীতি করে আসছে। শনিবার ঐতিহাসিক রাজার মাঠে জামায়াতের কর্মী সমাবেশ স্মরণীয় হবে—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির ও আসন্ন সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম, সেক্রেটারি মাওলানা আবদুল আওয়ালসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এদিকে দীর্ঘ এক যুগেরও অধিক সময় পর প্রথমবারের মতো পার্বত্য জেলা বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে সমাবেশ করতে যাচ্ছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার অনুষ্ঠাতব্য কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশ সফল করতে গত কয়েকদিন ধরে জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে প্রচারণায় নেমেছে দলটি।

সোহেল কান্তি নাথ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর