সুন্দরগঞ্জের চরাঞ্চলে ১৯৬ একর জমি দখলের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৫:০৪

গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলে ১৯৬ একর সরকারি জমি ‘জাল রেকর্ড’ তৈরি করে দখলের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শহিদুল্লাহ মাস্টার ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ও ভূমিদস্যুদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভাটি বুড়াইল চরের স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি বুড়াইল চরে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ নাগরিক হাজী নুরুল আমিন মন্ডল, সাদা মিয়া, আব্দুর রশিদ, রাজু মিয়া ও নজরুল মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, শহিদুল্লাহ মাস্টার গাইবান্ধার বাসিন্দা নন। তিনি বহিরাগত একজন ভূমিদস্যু। তার লাঠিয়াল বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছেন। আওয়ামী সরকারের সময়ে দুর্নীতিবাজ ভূমি অফিসের কর্মকর্তাদের সাথে আঁতাত করে ভুয়া রেকর্ড তৈরি করেছেন। তিনি অবৈধভাবে ওই সব জমি দখলের জন্য কাগজপত্র বানিয়েছেন।
এতে চরাঞ্চলের দরিদ্র ভূমিহীন পরিবারগুলো বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা আশঙ্কা করছে, তাদের ঘরবাড়ি ও জমিজমা দখল হয়ে যাবে। তাই শুক্রবার সকালে তারা মানববন্ধন ও বিক্ষোভ করে শহিদুল্লাহ মাস্টারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আতিকুর রহমান/এমবি