Logo

সারাদেশ

আশুলিয়ায় সরকারি হাসপাতালের দাবিতে মানববন্ধন

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

আশুলিয়ায় সরকারি হাসপাতালের দাবিতে মানববন্ধন

ঢাকার উপকণ্ঠে শিল্পসমৃদ্ধ অঞ্চল আশুলিয়ায় একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় শ্রমজীবী ও মেহনতি জনতা।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

‘আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমজীবী ও মেহনতি জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন দুই শতাধিক পোশাক শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশুলিয়া শিল্পাঞ্চলের গার্মেন্টস শ্রমিক, শ্রমজীবী ও মেহনতি সর্বস্তরের জনগণের চিকিৎসা নিশ্চিতে বিশেষ সুবিধাসম্পন্ন বার্ন ইউনিটসহ ৫০০ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতালের দাবি জানান।

সরকারি হাসপাতাল স্থাপন সম্ভব না হলে অন্তত চীনের প্রস্তাবিত তিনটি হাসপাতালের মধ্যে একটি যেন আশুলিয়া শিল্পাঞ্চলে স্থাপন করা হয়—সেই দাবিও জানান তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, শ্রমিক নেতা খাইরুল আলম মিন্টু, শ্রমিক নেতা শাহ্ আলম, বাচ্চু মিয়া, আল মামুন, আশিক, বকুল, জুলহাসসহ আরও অনেকে।

হাসান ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর